আজকেল ওয়েবডেস্ক: সংসদে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে ৩১ জন সাংসদকে। যার মধ্যে রয়েছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার সহ নয় জন সাংসদ। এই সিদ্ধান্তে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন তিনি। সাংসদদের সাসপেনশন নিয়ে মমতা বলেন, "যা চলছে তা কাঙ্ক্ষিত নয়, ভাগ্যবান আমি এখন সাংসদ নই। স্বৈরতন্ত্র চলছে।" মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে মমতার। তার আগেই সাংসদদের সাসপেনশন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। সাসপেনশনের পর অধীর বলেন, ক্ষমতা কাজে লাগিয়ে সংসদকে বিজেপি পার্টি অফিসে পরিণত করার চেষ্টা চলছে। সেটা তো হওয়া সম্ভব নয়। শীতকালীন অধিবেশন শুরুর পর থেকে আমরা কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছি। আমরা আলোচনা চাই। সেটার দাবি জানাতেই আমাদের সাসপেন্ড করে দেওয়া হল।" কেন্দ্রকে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ও। তিনি বলেন, "সংসদ চলছে, কিন্তু প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কেউই সংসদকে এই বিষয়ে কিছু জানাচ্ছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আসুন। আলোচনা করুন। আমাদের দাবি এটাই। বিরোধী কণ্ঠকে চুপ করিয়ে দিচ্ছে বিজেপি সরকার। এই ধরনের পদক্ষেপ গণতন্ত্রের এর পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।"